বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে  বাস চলাচল বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট , বার্তা২৪.কম,বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বরিশালের জেলা এসএম অজিয়র রহমান এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ঘোষণার পরপরই বরিশালের সাথে  অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

এছাড়াও নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয়  বাস টার্মিলাল থেকে, বেনাপোল, যশোর, চট্টগ্রামসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে যাত্রীবাহী গণপরিবহণ বাস চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

তবে যাতায়াতরত  যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে কয়েকটি রুটে ১০/১৫ যাত্রীবাহী বাস চলাচল করছে। এর আগে এসব রুটে প্রায় দুইশ বাস চলাচল করত। 

দুই এক দিনের মধ্যে এসব রুটে সব ধরনের গণপরিবহন বাস  চলাচল  বন্ধ করে দেয়া হবে বলে বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন

বরিশাল জেলা সড়ক পরিবহন, বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

এদিকে নগরীর রুপাতলী বাস টার্মিলাল থেকে আঞ্চলিক সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।  মঙ্গলবার (২৪ মার্চ)  বিকালে বাস চলাচল বন্ধের  বিষয়ে সভা শেষে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন  রুপাতলী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওছার হোসেন শিপন।