শিক্ষার্থীদের প্রতিশ্রুতি পূরণ করলেন প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির আরেকটি দাবি পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মধ্যে একটি দাবি ছিল শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ৫ বাস দিতে হবে।

বিজ্ঞাপন

এই দাবি পরিপ্রেক্ষিতে স্কুলটিকে ১ টি দ্বিতল বাস, ৩ টি সিঙ্গেল ও ১ টি ৩০ আসন বিশিষ্ট কোস্টার উপহার প্রদান করেছে সরকার।

শনিবার (০৪ আগস্ট) সকালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ডের স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসেনের কাছে ৫ টি বাসের চাবি হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। এ সময় কলেজটির অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন স্কুল ও কলেজের দুই শিক্ষার্থীর নিহত হয়। এরপর ঘাতকদের বিচারসহ ৯দফা দাবিতে রাজধানীসহ সারা দেশে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে সাধারণ মানুষও সমর্থন দিয়েছে।