ময়মনসিংহে পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা সামগ্রী দিল পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা সামগ্রী দিল পুলিশ, ছবি: বার্তা২৪.কম

পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা সামগ্রী দিল পুলিশ, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে রেঞ্জ ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে পুলিশ লাইন্সের ২নং গেইট সংলগ্ন কলোনির ১২০ পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বার্তা২৪.কম-কে জানান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ ও জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের নির্দেশে প্রতিটি পরিবারকে চার কেজি চাল, এক কেজি ডাল, এক বোতল হ্যান্ড স্যানিটাইজার, একটি সাবান ও দুটি করে মাস্ক দেয়া হয়।