সুন্দরবনে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে দস্যু বাহিনীর প্রধান নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

সুন্দরবন, ছবি: বার্তা২৪.কম

সুন্দরবন, ছবি: বার্তা২৪.কম

সুন্দরবনের  র‌্যাব-৬ এর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় জলদস্যু ফারুক বাহিনীর প্রধান ফারুক মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে। নিহত ফারুক খুলনার দাকোপ উপজেলার কালাবগি এলাকার আকবর মোড়লের ছেলে।

বিজ্ঞাপন

আরো পড়ুন: সুন্দরবনে র‌্যাবের সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময়

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশন ফিরোজ জানান, নিয়মিত টহলের সময় সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময় হয়। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হন এবং দস্যু বাহিনীর প্রধান ফারুক গুলিবিদ্ধ হন। এ অবস্থায় ফারুককে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে দেশীয় পাইপগান, রামদা’ ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।