টিসিবির পণ্যে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম ,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

টিসিবির পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের লাইন, ছবি: সুমন শেখ

টিসিবির পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের লাইন, ছবি: সুমন শেখ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যা্য্যমূল্যে পণ্য বিক্রি করায় কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে।

বুধবার (১ এপ্রিল) রাজধানী ঘুরে দেখা যায়, বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রি করছে টিসিবি। এসব পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের লাইন ছিল দীর্ঘ। করোনা পরিস্থিতিতে টিসিবির এ কার্যক্রমে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিজ্ঞাপন

টিসিবির ট্রাক থেকে কেজি প্রতি চিনি ও ডাল ৫০ টাকা করে, তেল ৮০ টাকা লিটার ও পেঁয়াজ ৩৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

টিসিবির পণ্য কিনতে আসা জুবায়ের হাসান বার্তা২৪.কমকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছে না। ফলে আমাদের মত নিম্ন আয়ের মানুষের ইনকাম কমে গেছে। এমন অবস্থায় কিছুটা কম দামে টিসিবির পণ্য পাওয়ায় আমাদের উপকার হয়েছে।

বিজ্ঞাপন
টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে, ছবি: সুমন শেখ

এদিকে আরেক ক্রেতা রায়হান বার্তা২৪.কমকে বলেন, টিসিবিতে কম দামে এসব পণ্য পেয়ে আমরা খুশি। তবে টিসিবির তালিকায় আরো কিছু নিত্যপণ্য যুক্ত করা গেলে ভালো হতো।

উল্লেখ, ১৭ মার্চ সারা দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।