ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি 

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানকারী ৩২৭ জাপানি নাগরিক বৃহস্পতিবার (২ এপ্রিল) চার্টার্ড ফ্লাইটে  ঢাকা ছেড়েছেন।

কোভিড -১৯ মহামারিজনিত কারণে এখানে আটকা পড়া জাপানি নাগরিকরা সকাল ১০ টা ১৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিও যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

বিজ্ঞাপন

হজরত শাহজালাল বিমানবন্দর সূত্রে এসব জানা গেছে।

ঢাকাস্থ  জাপানি দূতাবাস বাংলাদেশ বিমানের মাধ্যমে এই ভাড়া করা উড়োজাহাজটি জোগাড় করেছে।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইট  সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা ছাড়ে।

করোনাভাইরাসের মহামারির মধ্যে প্লেন যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আটকে পড়া নিজেদের নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান। কয়েক দিনের মধ্যে আরো একটি ভাড়া করা ফ্লাইটে মার্কিন নাগরিকদের দেশে ফেরানো হবে বলে জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।