দেশে সঙ্গরোধে আছেন ১৬ হাজার ৪৫৩ জন
দেশে বর্তমানে ১৬ হাজার ৪৫৩ জন প্রাতিষ্ঠানিক ও বাড়িতে সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এছাড়া আইসোলেশনে আছেন ৮২ জন।
শুক্রবার (৩ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. আবুল কালাম আজাদ জানান, এ পর্যন্ত মোট ৬৪ হাজার ২৩৬ জনকে বাড়িতে (হোম) ও ২৪৮ জনকে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে নেওয়া হয়েছে। অর্থাৎ সর্বমোট ৬৪ হাজার ৪৮৪ জনকে সব ধরনের সঙ্গরোধে নেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৪৭ জনকে বাড়িতে ও পাঁচজনকে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে নেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৩১ জনকে সব ধরনের সঙ্গরোধ থেকে মুক্ত করা হয়েছে। বর্তমানে ১৬ হাজার ৪৫৩ জন দুই রকমের অর্থাৎ প্রাতিষ্ঠানিক ও বাড়িতে সঙ্গরোধে আছেন। যার মধ্যে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে রয়েছেন ৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এছাড়া ১০ জনকে আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৩০৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়, যার মধ্যে ৮২ জন বর্তমানে আইসোলেশনে রয়েছেন বলেও জানান তিনি।