স্টেশনে উপচেপড়া ভিড়, ট্রেনযাত্রী নয় ত্রাণের কাঙাল ওরা!



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
রাজশাহী স্টেশনে ত্রাণ সহায়তা নিতে মানুষের ভিড়/ছবি: বার্তা২৪.কম

রাজশাহী স্টেশনে ত্রাণ সহায়তা নিতে মানুষের ভিড়/ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকেই রাজশাহী স্টেশনে ভিড়। বেলা সাড়ে ১০টা বাজতেই লোকারণ্য পুরো স্টেশন এলাকা। দেখলেই মনে হবে- যেন দুই সপ্তাহ ধরে বন্ধ থাকা ট্রেন সচল হওয়ায় যাত্রীদের ভিড়!

কিন্তু না! খোঁজ নিয়ে জানা গেল- বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অর্থ সহায়তা পেতে স্টেশনে হতদরিদ্র মানুষের এমন জমায়েত! তবে শেষ পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি সহায়তা। মানুষের ভিড় ও নিরাপদ দূরত্ব নিশ্চিত না হওয়ায় অর্থ সহায়তা বিতরণ বন্ধ ঘোষণা করে ব্র্যাক। ফলে খালি হাতে নিরাশ হয়ে ফিরে গেছেন সহস্রাধিক মানুষ।

অথচ রাজশাহী নগরীসহ উপজেলা পর্যায়েও শুক্রবার (৩ এপ্রিল) জনসমাগম রুখতে চলছে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের কড়া টহল। কিন্তু স্টেশনে হাজারেরও বেশি মানুষের সমাগম হলেও তা জানেই না জেলা প্রশাসন।

খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ছুটে গেলেও ততক্ষণে ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি করে লাইনে সামনে আসতে মরিয়া খেটে খাওয়া মানুষেরা। প্রাণঘাতী করোনা আতঙ্ক, সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশাসনিক নির্দেশনা বা জারি করা আইনের কোনো তোয়াক্কা করছিলেন না তারা। হয়তো সেই ভাবনা বা বিবেকতাড়িত হওয়ার ফুসরত নেই তাদের!

অভাবের তাড়নায় বিবেকতাড়িত হওয়ার ফুসরত নেই অসহায় এসব মানুষের

তেমনটা বলছিলেন নগরীর জামালপুর বস্তি থেকে আসা ৬৭ বছর বয়সী রাবেয়া বেওয়া। মানুষের ভিড়ে হাঁফিয়ে ওঠা বৃদ্ধা বসে পড়েছিলেন স্টেশনে। তবে পুলিশ সেখান থেকে সরিয়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাবা, ওরা পয়সা দিল না। শুনছিলাম ১৫০০ টাকা করে দিবে। কত কষ্ট করে লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে এসেছি। এখন গাড়ি ভাড়াও নেই। আবার হেঁটে যেতে হবে..!’

বৃদ্ধা রাবেয়া বলেন, ‘পোলাডার কাম-কাজ নেই, বাড়িতে টাকা-পয়সাও নেই। মেয়র পাঁচ কেজি চাল দিছে। ছয় জনের সংসার। তা দিয়ে দু’দিনের বেশি যাবে না। তারপর খাওন দেবে ক্যাডা?’

পবা উপজেলা থেকে সকালে স্বামী পরিত্যক্তা মেয়েকে নিয়ে বাইসাইকেল চালিয়ে এসেছেন রফিকুল ইসলাম। মেয়ে ও স্ত্রীকে ব্র্যাকের সদস্য করে লোন নিয়ে ক্ষুদ্র ব্যবসা করেন তিনি। সপ্তাহের কিস্তি মওকুফ হলেও ব্যবসা নেই রফিকুলের। ব্র্যাকের অন্য সদস্যদের মাধ্যমে জেনেছেন রাজশাহী স্টেশনে জনপ্রতি ১৫০০ টাকা দিবে। সেই টাকা নিতে পুরোনো ভাঙা সাইকেলে চড়ে এসেছেন বাবা-মেয়ে।

কিন্তু মানুষের ভিড় বেশি হওয়ায় সহায়তা বিতরণ বন্ধ ঘোষণা করা হয়। পুলিশের মারমুখী অ্যাকশনে বাধ্য হয়ে বেরিয়ে এসে শিরোইল বাসস্ট্যান্ডের রাস্তায় বাবা-মেয়ে। মেয়ে মুখে কাপড় দিয়ে স্টেশনে দিকে তাকিয়ে মেয়ে। আর সাইকেল রেখে বাবা বসে পড়েছেন সড়কের পাশে। তিনি বলেন, ‘খুব আশা নিয়ে এসেছিলাম। খালি হাতে বাড়িতে যাবো কীভাবে? ছোট মেয়ে, নাতনি আছে। ওদের জন্য এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে যাওয়ার টাকাও নেই।’

মানুষের ভিড় বেশি হওয়ায় সহায়তা বিতরণ বন্ধ ঘোষণা করে পুলিশ

নগরীর হড়গ্রাম থেকে আসা সুফিয়া পারভীন বলেন, ‘ব্র্যাক সমিতি করি। লোন নিয়েছি, কিস্তি পরিশোধ করি। গতকাল রাতে শুনলাম ব্র্যাকের টাকা দেবে। তাই আমাদের পাড়া থেকে যারা সদস্য সবাই এসেছি। কিন্তু টাকা দিল না। মানুষের ভিড় বেশি হওয়ায় পুলিশ তাড়িয়ে দিয়েছে।’

এ বিষয়ে জানতে ব্র্যাকের রাজশাহী ব্রাঞ্চের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মোবাইলে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ-ই কল রিসিভ করেন নি। অধিকাংশ কর্মকর্তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

তবে ঘটনাস্থলে থাকা ব্র্যাকের কর্মী রেজাউল ইসলাম বলেন, ‘ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ১৫০০ টাকা করে দেয়ার কথা ছিল। এজন্য স্টেশনকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়। যাতে মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করানো যায়। কিন্তু আমাদের ধারণার চেয়ে কয়েকগুণ মানুষ স্টেশনে চলে আসে। কোনোভাবে তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। ফলে প্রশাসন থেকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বার্তা২৪.কম-কে বলেন, ‘ব্র্যাক আমাদেরকে ভালোভাবে বিষয়টি অবগত করেনি। তারা এটা ভুল করেছে। এভাবে সহায়তা দিতে গেলে মারাত্মক ক্ষতি হবে। আমরা ব্র্যাক কর্তৃপক্ষের কাছে এ ধরনের কাজের কারণ দর্শাতে বলেছি। যৌক্তিক জবাব না দিতে পারলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

   

নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ৩



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ৩

নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ৩

  • Font increase
  • Font Decrease

নওগাঁ সদর উপজেলার পুরাতন কাঠহাটি এলাকা থেকে জানালার লোহার গ্রিল কেটে চুরি হয়ে যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, এদিন সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার সরল শিকারপুর গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে শামীম হৃদয় (২৪), নিরব সাজেদুর (২৭) ও আরজি নওগাঁ মধ্যপাড়ার কালু বাবুর ছেলে সরল হোসেন (২০)।

জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় পুরাতন কাঠহাটি এলাকায় মাহবুবুর রহমানের বাড়িতে জানালার লোহার গ্রিল কেটে চোরের দল ঘরে ঢুকে এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি স্বর্ণের কণ্ঠমালা, এক জোড়া স্বর্ণের পাশা এবং এক জোড়া ব্রোঞ্জ ও স্বর্ণের সমন্বয়ে নক্সা মুখবালা চুরি করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। ঘটনার পর পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এরপর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের দিক নির্দেশনায় নওগাঁ সদর থানা-পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকায় শামীম, সাজেদুর ও সরল হোসেনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া সকল স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

;

সূর্যের প্রখরতায় জনজীবনে অস্বস্তি, ৩ দিনের হিট অ্যালার্ট জারি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বৈশাখের শুরু থেকেই সারাদেশে সূর্যের প্রখরতা বাড়ছে। সূর্য উদয় থেকেই তেজদীপ্ততা শুরু হয়, সেই থেকে সূর্যাস্ত পর্যন্ত তীব্র তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠছে জনজীবন। শুধু তাই নয় রাতেও ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছে মানুষ। এতে জনজীবনে বাড়ছে অস্বস্তি। দেশের এমন পরিস্থিতি আগামী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ সতর্কবার্তা জানিয়েছেন।

তিনি জানান, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

এদিকে বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতে অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

এদিকে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। বেলা তিনটায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৭ শতাংশ। বৃষ্টি না হওয়ায় এ তাপপ্রবাহ চলছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

 

;

মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির আরও ১১ সদস্য বাংলাদেশে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

২৪ ঘণ্টা না পেরোতে আবারো ১১ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় তারা। এ নিয়ে বর্তমানে ২৮৫ জন মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বিজিবি সদস্য আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান গ্রহণ করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) নতুন করে টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি ৮ জন বিজিপি সদস্য আশ্রয় গ্রহণ করেন। 

এর আগে গতকাল রাতে টেকনাফের নাফ নদী পার হয়ে কোস্ট গার্ডের কাছে ১৩ জন বিজিপি সদস্য আত্মসমর্পণ করে। পরে কোস্টগার্ড বিজিপি সদস্যদেরকে বিজিবি'র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে (১১ বিজিবি) হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, গতকাল ১৩ জন এবং আজকে ১১ জন বিজিপি সদস্য টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত সর্বমোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে। তারা সবাই বিজিবি হেফাজতে আছে।   

;

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে এসময় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫২ জন।

শুক্রবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট সাতজন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮২৬ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১৩ জন নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

;