খাদ্যসামগ্রী বিতরণে বন্ধুদের ব্যতিক্রমী উদ্যোগ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খাদ্যসামগ্রী বিতরণে বন্ধুদের ব্যতিক্রমী উদ্যোগ

খাদ্যসামগ্রী বিতরণে বন্ধুদের ব্যতিক্রমী উদ্যোগ

মহামারি করোনাভাইরাসের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। আর এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে জনসমাগম এড়াতে জনসাধারণকে ঘরে থাকতে বলা হয়েছে। আর এতে অনেকটাই ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ।

নিম্ন আয়ের মানুষদের সাহায্য করতে গিয়ে অনেকে যখন খাদ্যসামগ্রী বিতরণের ছবি তুলতে ব্যস্ত, ঠিক তখনই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে একদল তরুণ।

বিজ্ঞাপন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের এসএসসি ২০০৬ ব্যাচের বন্ধুদের সংগঠন 'ব্যাচ-০৬'র সদস্যরা নিজেদের উদ্যোগে শুরু করেছে ব্যতিক্রমী খাদ্যসামগ্রী বিতরণ ব্যবস্থা। ফলাও করে প্রচার নয়, বরং নীরবে চলছে তাদের খাদ্যসামগ্রী বিতরণ। খাদ্যসামগ্রী নেওয়ার জন্য কাউকে আসতে হয় না, বরং অসহায় কেউ ফোন করলেই বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী ।

শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনটি খাদ্যসামগ্রী বিতরণ শুরু করে। প্রথম দফায় ১০০টি পরিবারের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ, আলু, সাবান ও প্যারাসিটামল ট্যাবলেট।

বিজ্ঞাপন

এছাড়াও, উল্লেখযোগ্য বিষয় হলো সংগঠনের তিনজন ডাক্তার বন্ধু করোনা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। কেউ ফোন করলেই তাদের দেওয়া হচ্ছে প্রাথমিক পরামর্শ ও করণীয়।

সংগঠনের সদস্যরা বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ভোগান্তিতে রয়েছেন নিম্ন আয়ের মানুষজন। আমরা তাদের পাশে থাকতে চাই। যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, সেহেতু আমরা কোনো জমায়েত করতে চাচ্ছি না। অসহায় কেউ ফোন করলেই আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের বাড়িতে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের তিনজন বন্ধু ফোনে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। এই দুর্যোগ মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের দেওয়া পরামর্শ মেনে চলতে হবে। আশা করি শিগগিরই আমরা দুর্যোগ কাটিয়ে উঠবো।