দেশে করোনায় সুস্থ হয়েছেন ৩০ জন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা/ছবি: সংগৃহীত

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা/ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় ৩০ জন সুস্থ হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে সরাসরি প্রেস ব্রিফিং-এ আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে এবং আক্রান্ত হয়েছেন ৭০ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে যে ৯ জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে আইইডিসিআরে ৮ জনকে শনাক্ত করা হয়েছে। একজন রোগীকে ঢাকার বাইরে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২ জন মারা গেছেন তাদের একজনের বয়স ৯০ ও আরেক জনের বয়স ৬০ বছর। এই দুইজনের বিভিন্ন রোগ ছিল। মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় চার জন সুস্থ হয়েছেন। মোট ৩০ জন সুস্থ হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ বলেন, ৯২ হাজার কিট সংগ্রহ করা হয়েছে। ২১ হাজার কিট সরবরাহ করা হয়েছে। ৭০ হাজার মজুদ আছে। আরও এক লাখ কিট আসছে।

আরও পড়ুন: দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, আক্রান্ত ৭০ জন