ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন পৌর মেয়র মিজান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুৃমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন পৌর মেয়র মিজান

ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন পৌর মেয়র মিজান

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের বাড়িতে ত্রাণ নিয়ে ছুটছেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। তিনি নিজেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত চৌদ্দগ্রাম পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

এদিকে, একই সময় পৌরসভার নয়টি ওয়ার্ডের ২৬টি গ্রামের দুই হাজার পরিবারের মাঝে স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমেও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ত্রাণ বিতরণ করেন তিনি

পৌর মেয়র মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপির দিকনির্দেশনা অনুযায়ী সরকারি ও আমার ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এছাড়া গত ২৬ মার্চ থেকে পৌরসভা এলাকার সব রাস্তায় জীবাণুনাশক ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। যা এখনও চলমান রয়েছে।

বিজ্ঞাপন