টিসিবির ট্রাকে চাঁদাবাজি, দুজনকে লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

টিসিবির মালবাহী গাড়িতে চাঁদাবাজি

টিসিবির মালবাহী গাড়িতে চাঁদাবাজি

রাজশাহীতে টিসিবির মালবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদণ্ড দেন।

বিজ্ঞাপন

রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে টিসিবির পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করা হচ্ছে -এমন তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন।

ঘটনার সত্যতা পেয়ে সেলিম এবং সাইদুর নামে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডিত ব্যক্তিরা টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন