মিরসরাইয়ে পত্রিকা বিক্রেতাদের সহায়তা প্রদান



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মিরসরাই (চট্টগ্রাম)
মিরসরাইয়ে পত্রিকা বিক্রেতাদের সহায়তা প্রদান

মিরসরাইয়ে পত্রিকা বিক্রেতাদের সহায়তা প্রদান

  • Font increase
  • Font Decrease

সকালে আপনার ঘরে যে মানুষটি পত্রিকা পৌঁছে দেয়, সে এখন কেমন আছে? মহামারির এই পরিস্থিতিতে সব লকডাউন হওয়ায় তার পত্রিকা বিক্রিও এখন বন্ধ। এরকম ১৫ জন হকারকে খাদ্য সহায়তা দিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন। খাদ্য সহায়তা পেয়ে তারা খুশি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টায় জোরারগঞ্জ, বারইয়ারহাট ও মিরসরাই সদরে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ ভূইয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় জোরারগঞ্জ এলাকার হকার প্রিয়নাথ জানান, গত ২৬ মার্চ থেকে কার্যত আমরা বেকার। আমরা প্রতিদিন পত্রিকা বিক্রি করে সংসার চালাই। এখন গাড়ি বন্ধ থাকায় পত্রিকা আসছে না। তাছাড়া অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ হওয়ায় পত্রিকা বিক্রিও বন্ধ রয়েছে। কিন্তু আমাদের পরিবারের সদস্যদের প্রাত্যহিক চাহিদা বন্ধ হয়নি। এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

সংলাপ নয়, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে: সিইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিএনপির সঙ্গে সংলাপ নয়, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিইসি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য বিএনপি মহাসচিবকে একটি চিঠি দিয়েছিলাম যে, আপনারা অনানুষ্ঠানিকভাবে বৈঠকে অংশগ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার শেষ বেলায় চিঠিটা দেওয়া হয়েছে। বিভিন্ন বক্তব্য থেকে মনে হচ্ছে চিঠিটা তারা পেয়েছেন।’

;

ধনী-গরিব সবার বিনামূল্যে ইফতার



রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ)
ধনী-গরিব সবার বিনামূল্যে ইফতার

ধনী-গরিব সবার বিনামূল্যে ইফতার

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গৌরীপুরে পৌর শহরের শহীদ হারুনপার্ক চত্বরে প্রতিদিন বিনামূল্যে দুই শতাধিক মানুষকে ইফতার করানো হয়।

মাহে রমজানের প্রথম দিন থেকেই দুস্থ মানুষদের জন্য এমন ইফতার কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’। তবে কিছুদিনের মধ্যেই এই ইফতার সর্বজনীন হয়ে উঠেছে। বিনামূল্যে এই ইফতার আয়োজন চলবে রমজানের শেষ দিন পর্যন্ত।

খোঁজ নিয়ে দেখা গেছে, শহীদ হারুন পার্কের ফটকে তোরণ নির্মাণ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে সবাই মিলে ইফতার। হারুনপার্ক চত্বরে সামিয়ানা ও ত্রিপল বিছিয়ে এই ইফতার আয়োজন করা হয়।প্রতিদিন ইফতারের সময় ঘনিয়ে এলেই সংগঠনের স্বেচ্ছাসেবকরা মাইকিং করে ইফতারে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। আজান হওয়ার সাথে সাথে শ্রমজীবী, অসহায়, দুস্থ সহ নানা শ্রেণির মানুষ এক কাতারে বসে ইফতার করে।

ইফতারে খাওয়ানো হয় রান্না করা খিচুড়ি, খেজুর ও শরবত। সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিজেরাই এখানে খাবার পরিবেশন করেন। সংগঠনের সদস্যদের চাঁদা ও বিত্তবানদের অনুদানে এই ইফতার আয়োজন করা হয়।

প্রথমদিকে এই ইফতার আয়োজনে দুস্থ ও অসহায়রা অংশগ্রহণ করতো। পরবর্তীতে নানা শ্রেণির মানুষ এখানে আসতে শুরু করে। ভেদাভেদ ভুলে ধনী-গরিব সবাই এক কাতারে বসে ইফতার করে এখানে। সবাই মিলে উৎসব আনন্দের পরিবেশে প্রতিদিন শহীদ হারুনপার্ক চত্বর পরিণত হয় ইফতার মিলনমেলায়।

এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন,করোনাকালে আমরা দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে প্যাকেট জাত ইফতার খাবার বিতরণ করি। তবে ২০২২ সালে‘সবাই মিলে ইফতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইফতার কর্মসূচির উদ্যোগ নেই। একসাথে বসে সবাই ইফতার করলে সম্প্রীতি বাড়বে এটাই আশাবাদ।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, এসো গৌরীপুর গড়ির ইফতার আয়োজনটা প্রশংসার দাবিদার। সকল ভেদাভেদ ভুলে নানা শ্রেণির মানুষ এখানে বসে ইফতার করছে। এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়া উচিত।

 

;

সড়কে প্রাণ গেল দম্পতির, মেয়ে নাতিসহ গুরুতর আহত ৩



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ভ্যানের দুই যাত্রী।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলীর ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত হয়েছে তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানের চালক করিম ও তাদের নাতি ছেলে শিশু। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল কবির জানান, সকালে ফজরের নামাজ শেষে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশে ছাবদার আলী তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেন। কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছনের দিক থেকে আসা মাছবোঝাই পিকআপ ভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, ছেলে ও ভ্যান চালক করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সেসময় শারীরিক অবস্থার অবনতি হলে ছাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

;

মানিকগঞ্জে মাদক উদ্ধার অভিযানে হামলার শিকার ডিবি, গ্রেফতার ২



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদক উদ্ধার অভিযানের গিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডিবির এক উপপরিদর্শকসহ ছয়জন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের ডিএসবি শাখা থেকে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার পূর্ব ভাকুম গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত দুই জন হলেন- পূর্ব ভাকুম গ্রামের লেছু ফকিরের ছেলে মো. শাহীনুর ইসলাম (৩৪) এবং শাহীনুরের ছোট ভাই আহাদুল নূর (২৮)।

প্রেস বিজ্ঞপ্তি ও ডিবি সূত্রে জানা গেছে, পূর্ব ভাকুম গ্রামের দীর্ঘ দিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছিলেন শাহীনুর। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে পাঁচটার দিকে পূর্ব ভাকুম গ্রামে বাড়িতে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) আসাদ মিয়ার নেতৃত্বে একদল ডিবির সদস্যরা।

অভিযানের সময়ে শাহীনুরের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাঁকে আটক করা হয়। এর পর বাঁচাও বাঁচাও বলে শাহীনুর ডাক চিৎকার করলে শাহীনুরের ছোট ভাই আহাদুল নূর, ভাগ্নে সুজাত হোসেন, মা আসমা বেগম ও স্ত্রী লিপি আক্তারসহ আরও অজ্ঞাত তিন থেকে চারজন শাহীনুরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় সুজাত হোসেন লোহার রড দিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা করেন। এতে ডিবির এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিনা, শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূঁইয়া আহত হন।

এ সময় শাহীনুর ও সুজাতকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান। পরে আহত ডিবির সদস্যরা জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে সিঙ্গাইর থানা পৃথক দুটি মামলা করা হয়েছে।

এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহীনুরের বিরুদ্ধে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সুজাত, তাঁর মাম আসমা বেগম ও শাহীনুরের স্ত্রী লিপি আক্তারসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

ডিবির পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, দুইজনকে গ্রেফতার করা গেলেও অন্যরা পালিয়ে যান। আজ দুপুরে গ্রেফতার আসামি দুইজনকে থানায় হস্তান্তর করা হবে।

;