মিরসরাইয়ে পত্রিকা বিক্রেতাদের সহায়তা প্রদান
সকালে আপনার ঘরে যে মানুষটি পত্রিকা পৌঁছে দেয়, সে এখন কেমন আছে? মহামারির এই পরিস্থিতিতে সব লকডাউন হওয়ায় তার পত্রিকা বিক্রিও এখন বন্ধ। এরকম ১৫ জন হকারকে খাদ্য সহায়তা দিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন। খাদ্য সহায়তা পেয়ে তারা খুশি।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টায় জোরারগঞ্জ, বারইয়ারহাট ও মিরসরাই সদরে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ ভূইয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জোরারগঞ্জ এলাকার হকার প্রিয়নাথ জানান, গত ২৬ মার্চ থেকে কার্যত আমরা বেকার। আমরা প্রতিদিন পত্রিকা বিক্রি করে সংসার চালাই। এখন গাড়ি বন্ধ থাকায় পত্রিকা আসছে না। তাছাড়া অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ হওয়ায় পত্রিকা বিক্রিও বন্ধ রয়েছে। কিন্তু আমাদের পরিবারের সদস্যদের প্রাত্যহিক চাহিদা বন্ধ হয়নি। এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।