কুমিল্লায় বেতনের টাকায় ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল পুলিশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুৃমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় বেতনের টাকায় ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল পুলিশ

কুমিল্লায় বেতনের টাকায় ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল পুলিশ

কুমিল্লা জেলা পুলিশ সদস্যদের বেতনের টাকায় দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লা পুলিশ লাইনসের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এই খাদ্য সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন।

জেলা পুলিশ সূত্র জানায়, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে জেলার ১৮টি থানা এলাকায় দরিদ্র, অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষকে সহায়তার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক গঠিত খাদ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ২ হাজার পরিবারের জন্য তৈরি করা প্রতি ব্যাগে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল ও এক পিস সাবান।

বিজ্ঞাপন

খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘কুমিল্লা জেলা পুলিশ করোনা সংক্রমণের প্রথম সময় থেকে সক্রিয় রয়েছে। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা, প্রবাস থেকে দেশে আসা ১৫ হাজারের বেশি প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি, বাড়িতে সঙ্গরোধের বিষয়টি নিশ্চিত করাসহ সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে রয়েছে। পাশাপাশি স্বেচ্ছা প্রণোদিত হয়ে জেলা পুলিশের সদস্যরা তাদের বেতনের টাকা থেকে আজ দু’হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) দায়িত্বে থাকা (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো.আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) নাজমুল হানাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন