বগুড়ায় ৫টি বাড়ির লকডাউন প্রত্যাহার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

করোনা সন্দেহে বগুড়া মোহাস্মদ আলী হাসপাতালে ভর্তি হওয়া শহরতলীর চক কানপাড়ার সেই বৃদ্ধা করোনায় আক্রান্ত হননি। ফলে ওই এলাকায় লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লকডাউন প্রত্যাহার করে নেন।

জানা গেছে, গত ৫ এপ্রিল চক কানপাড়ার ৬৫ বছর বয়সী বিদেশ ফেরত এক বৃদ্ধা করোনা উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। ওই দিন থেকেই তাকে আইসোলেশনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। পর দিন ৬ এপ্রিল স্থানীয় প্রশাসন আশেপাশের ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙ্গিয়ে দেন।

পরে ওই বৃদ্ধার নমুনা পরীক্ষায় ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়নি বলে নিশ্চিত হওয়া যায়। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ৫টি বাড়ি লক ডাউন প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম।

সাংবাদিক আটকের ঘটনায় এডিটরস গিল্ডের উদ্বেগ



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এডিটরস গিল্ড বাংলাদেশ।

গণমাধ্যমের জন্য মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা সবার কর্তব্য। প্রথম আলো যদি সাংবাদিকতার নীতি বিরুদ্ধ  কোন প্রতিবেদন প্রকাশ করে থাকে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলে যেতে পারে। প্রেস কাউন্সিলের মাধ্যমেই এর নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করে এডিটরস গিল্ড।

এর আগে বুধবার ভোর চারটার দিকে সিআইডি পরিচয়ে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়। সিআইডির পরিচয় দেওয়া ব্যক্তিরা সাধারণ পোশাকে ছিলেন।

;

চট্টগ্রাম ও এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহী বেলজিয়াম



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বন্দর ও বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্ট। চট্টগ্রাম ও এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হলে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে দ্রুত এবং কম খরচে কন্টেইনার/কার্গো পরিবহন সহজ হবে। বিশেষ করে তৈরি পোশাক পরিবহনের ক্ষেত্রে সময় ও খরচ কমে যাবে।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্ট এর সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী পায়রা বন্দরের ড্রেজিংসহ চট্টগ্রাম, মোংলা, মাতারবাড়ী বন্দর, চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এর উন্নয়নে লজিস্টিক্স সাপোর্ট ও ট্রেনিংয়ের বিষয়ে সহযোগিতা কামনা করেন। এছাড়া বাংলাদেশের মেরিটাইম সেক্টরে সহযোগিতা এবং সিফেয়ারারদের বেলজিয়াম জাহাজে চাকুরি ও ট্রেনিংয়ের বিষয়েও সহায়তা চান। রাষ্ট্রদূত এসব খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত একটি আঞ্চলিক বাণিজ্য মিশনের দলনেতা হিসেবে সাক্ষাত করেন। রাষ্ট্রদূতের সাথে বেলজিয়াম দূতাবাসের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার বেবিতি ডেসফোসেজ (BABETTE DESFOSSEZ), ব্যবসায়ি ব্রাম ভেন্ডিপিত, এবং অলিভিয়ার ভিজভার্মান (OLIVIER VIJVERMAN ) উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার বণিক, যুগ্মসচিব (পরিকল্পনা) শেখ মোঃ শরিফ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

;

পাহাড় কাটার সময় মাটিচাপায় ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে তিন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার ভোর ৬টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

এ ঘটনায় নিহতরা হলো, উখিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩), ক্যাম্প-১ ব্লক-বি ১ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০) ও ক্যাম্প ১৭ এর এইচ ব্লকের সোলতান আহমদের ছেলে নুর কবির (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনার অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত দুই শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা হয় আরো দুইজনের মরদেহ।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, পাহাড় ধসের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের মাটি নিচে আর কোনো লোক মাটি চাপা পড়ে আছে কিনা উদ্ধার অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

;

`মামলা রুজুর পরই সাভারে সাংবাদিক শামসকে গ্রেফতার'



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাজানো প্রতিবেদনের অভিযোগে মামলা রুজুর পর দৈনিক প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তবে মামলাটি কে বা কারা করেছে সে বিষয়ে সুনিশ্চিতভাবে জানাতে আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন মন্ত্রী।

প্রেস কাউন্সিলের মাধ্যমে একজন সাংবাদিকের বিচারের সুযোগ থাকলেও শামসুজ্জামান শামসকে কেন রাতে তুলে নিতে হলো প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা রুজু করে সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।’

‘তবে সিআইডি না অন্য কেউ তাকে আটক করেছে তা এখনো নিশ্চিত না। এ ব্যাপারে সকল তথ্য আমার কাছে এখনো আসেনি। তাই বিস্তারিত আপনাদের জানাতে পারছি না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ওই সাংবাদিক যা করেছেন তা সঠিক ছিল না। একাত্তর টিভির মাধ্যমে বিষয়টি জানা গেছে। এটা যে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা তা একাত্তর টেলিভিশন সুন্দর করে তুলে ধরেছে।’

উল্লেখ্য, বুধবার ভোররাত চারটার দিকে প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তুলে নিয়ে যায় বলে গণমাধ্যমে খবর আসে।

;