বরিশালে ১৬টি বাড়ি লকডাউন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা গ্রামের ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।
লকডাউনের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, ওই এলাকায় এক যুবকের মৃত্যু পর ঘটনাস্থলে গিয়ে তার নমুনা সংগ্রহ করে প্রাথমিক ভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর যুবকের আশপাশের ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।