কুষ্টিয়ার আমলায় 'ভ্রাম্যমাণ ফ্রি বাজার' উদ্বোধন

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রমমাণ ফ্রি বাজার, ছবি: সংগৃহীত

ভ্রমমাণ ফ্রি বাজার, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার আমলায় উদ্বোধন করা হয়েছে 'ভ্রাম্যমাণ ফ্রি বাজার'। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বেশিরভাগ বাজার সীমিতকরণের ফলে যাতে অসহায়, দুস্থ মানুষের কষ্ট না হয় সেজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এলাকার শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের প্লাটফর্ম 'আলোকিত আমলা'র উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব কামারুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লিংকন বিশ্বাস, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হক, আনারুল মালিথা, জাতীয় সাতার প্রশিক্ষক আমিরুল ইসলাম, প্রকৌশলী জাহিদুল ইসলাম মিল্টন, কলেজ শিক্ষক হামিদুল ইসলাম, আমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফারসহ সুধী সমাজ।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ ভ্যানটি নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ক্রমান্বয়ে প্রতি গ্রাম পরিভ্রমণ করবে এবং প্রতিদিন শতাধিক দরিদ্র পরিবার এখান থেকে বিনামূল্যে বাজার করতে পারবে বলে জানান 'আলোকিত আমলা'র প্রতিষ্ঠাতা লেখক নাজমুল হুদা।