ডেপুটি স্পিকারের ত্রাণ পেল ৩ হাজার পরিবার
গাইবান্ধায় করোনার প্রভাবে বেকার হয়েছে মানুষেরা। নিম্ন আয়ের পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। আর এই সংকট মোকাবিলায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নিজস্ব তহবিল থেকে পাঠানো ত্রাণ সামগ্রী গাইবান্ধার ৩ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের নেতৃত্বে বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন, জুলফিকার আলী লিখন, বিপ্লব সরকার, শাহ জামাল, বিপুল কুমার, শুভ্র মন্ডল, সানা মিয়া, নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে ভিডিও কলের মাধ্যমে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, করোনার প্রভাবে দুর্ভিক্ষ মোকাবিলায় সাধারণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিজস্ব তহবিল থেকে ত্রান বিতরণ অব্যাহত আছে। আশা করি দেশের এই সংকটে নিম্ন আয়ের মানুষের পাশে থেকে আমরা দুর্যোগ মোকাবিলা করব।