ফেনীতে মাটির পিকআপ চাপায় ২ শ্রমিক নিহত
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে মাটি ভরাটকালে পিকআপে চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ইউনিয়নের চর হকদি ওয়ার্ডে ছোট ফেনী নদীর কাছে এ ঘটনা ঘটে। রাতে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ওসি (তদন্ত) জানান, নিহত একজনের নাম ইমাম হোসেন কানন (১৯)। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাছিমপুর ইউনিয়নের আকাইশা গ্রামে। তার বাবার নাম দ্বীন ইসলাম। নিহত অন্য জনের নাম আবদুল আজিজ সরদার (৬০)।
নিহত কাননকে হাসপাতালে বহনকারী মোঃ নয়ন জানান, আবদুল আজিজ সরদারের বাড়ি নেত্রকোনার কমলাকান্দি উপজেলার নাজিরপুর গ্রামে।
পুলিশ জানায়, ঘটনাস্থল যাওয়ার আগেই আবদুল আজিজের আত্মীয়রা লাশ নিয়ে যায়। এ ঘটনায় গাড়ি জব্দ বা কেউ আটক নেই। নিহত দুইজন দিনমজুর।
স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন বলেন, ঘটনা সকালে ঘটলেও দুপুরে খবর পেয়ে ছোট ফেনী নদীর পাড়ে ঘটনাস্থলে যাই। মেম্বার জানান, স্থানীয়বাসী হেলাল ও সুমনের জমির মাটি পার্শ্ববর্তী রুহুল আমিন জমি ভরাটের জন্য কিনেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানায়, মাটি পরিবহনের জন্য গাড়ী ও দিনমজুর সরবরাহ করে পাশের গ্রাম মধুয়াইয়ের মাটি ব্যবসায়ী সেলিম।
আরও তথ্য পেতে মাটি ব্যবসায়ী সেলিমকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।