ইসলামপুরে ৪ হাজার ৯শ’ কেজি চাল উদ্ধার
জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজার থেকে ১০ টাকা কেজির দরের ৪ হাজার ৯শ’ কেজি চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে গুঠাইল বাজারে অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালগুলো ইসলামপুর থানায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গোপনে খবর পাই চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার আবুল কাসেমের ছেলে চাউল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদামে সরকারি চাল মজুদ আছে। এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল।
তিবি বলেন, কয়েক দিন আগে অবৈধভাবে তারা এ চালগুলো কিনে গুদামে মজুত করে রেখেছিলেন। রোববার দুপুরে তাদের গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) সুমন মিয়া, ওসি আব্দুল্লাহ আল মামুন।