কুষ্টিয়ায় চিকিৎসকসহ নতুন ২ করোনা রোগী শনাক্ত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ দুই জনের শরীরে কোভিড-১৯ পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্ত অপরজন কুমারখালী উপজেলার চর মহেন্দ্রপুর গ্রামের ৮০ বছর বয়সী একজন বৃদ্ধা।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাব থেকে জানানো হয়েছে, কুষ্টিয়া থেকে যে নমুনা পাঠানো হয়েছিলো সেই নমুনার মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা তাদের বাড়িতেই আছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ওই দুই ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গতকাল বুধবার (২২ এপ্রিল) জেলায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তিন জনের মধ্যে একজনের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া, অন্য একজনের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে এবং তৃতীয় ব্যাক্তির বাড়ি জেলার খোকসা উপজেলায়। এ নিয়ে জেলায় মোট ৫ জন শনাক্ত হলো।