শিবগঞ্জ থেকে নওগাঁয় পাঠানো হলো ধান কাটা শ্রমিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ধান কাটা শ্রমিকদের নওগাঁয় পাঠানো হচ্ছে।

ধান কাটা শ্রমিকদের নওগাঁয় পাঠানো হচ্ছে।

নওগাঁয় ধান কাটার জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১০০ শ্রমিক পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম থেকে বিশেষ ব্যবস্থায় তাদের বাস এবং ট্রাকযোগে নওগাঁয় পাঠানো হয়। এ সময় প্রত্যেক শ্রমিককে হ্যান্ড স্যানিটাইজার, গামছা ও মাস্ক দেয়া হয়।

বিজ্ঞাপন

মূলত শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানার উদ্যোগে শ্রমিকদের নওগাঁয় পাঠানো হয়েছে। শ্রমিকদের বিপদে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বদা পাশে থাকার আশ্বাস দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁ, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহসহ অন্যরা।

বিজ্ঞাপন

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শ্রমিকসহ এলাকার সাধারণ মানুষ।