তালাক দেয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

নিহতের স্বজনদের আহাজারি

নিহতের স্বজনদের আহাজারি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তালাক দেয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে লাকী আক্তার (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মাইজভাগ ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত লাকী আক্তার দত্তপাড়া গ্রামের সাহেদ আলীর মেয়ে। অভিযুক্ত এমদাদুল হক (২৬) একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, লাকী আক্তার ও এমাদাদুল হক সম্পর্কে চাচাতো ভাই-বোন। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে তাদের দুই বছরের একটি মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

বিয়ের কিছুদিন যেতে না যেতেই দাম্পত্য কলহের জের ধরে লাকীকে নির্যাতন করতেন এমদাদ। এ কারণে পাঁচ মাস স্বামীকে তালাক দেন লাকী। পরে তিনি ঢাকায় পোশাক কারখানায় কাজ নেন।

স্থানীয়রা আরও জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ঈশ্বরগঞ্জে নিজ বাড়িতে ফেরেন লাকী। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে লাকীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এমদাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকীসহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এমদাদের বাবা আহাম্মদ আলী ও মা মমতাজ বেগমকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এমদাদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।