করোনা রোগীদের সেবায় অ্যাম্বুলেন্স দিলেন ব্যবসায়ী
করোনাভাইরাস আক্রান্তদের হাসপাতালে আনা-নেয়ার সুবিধার্থে রাজশাহী সিটি করপোরেশনকে (রাসিক) একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম জনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুলেন্সটি ব্যবহার করবে সিটি করপোরেশন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজশাহী নগর ভবনে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন তিনি।
করোনা ভাইরাসের সংকটকালে উদ্ভুত পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ব্যবসায়ী জানে আলম জনিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেয়র খায়রুজ্জামান লিটন।
জানতে চাইলে ব্যবসায়ী জানে আলম জনি বলেন, ‘করোনা আক্রান্তদের পরিবহণ নিয়ে বিভিন্ন সমস্যার কথা জানতে পারছি। অ্যাম্বুলেন্স চালকরা করেনা আক্রান্ত কিংবা উপসর্গ আছে, এমন ব্যক্তিদের আনা-নেওয়া করতে অপরাগতা জানাচ্ছেন। সার্বিক দিক বিবেচনা করে আমি সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের নিকট আমার অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেছি। যাতে করোনা আক্রান্ত রোগীদের সহজে পরিবহণ সুবিধা দেয়া যায়।’
এসময় ব্যবসায়ী জানে আলম জনি সমাজের সকল বিত্তবানদের সহযোগিতার হাতি বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।