৩৮ দিন পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল বন্দর।

বেনাপোল বন্দর।

বেনাপোল ও পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।

এর আগে করোনা রোধে ২২ মার্চ থেকে (৩৮ দিন) বেনাপোল ও পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিশেষ ব্যবস্থায় সীমান্তের শূন্য রেখায় স্বল্প পরিসরে দুই দেশের মধ্যে এ বাণিজ্য শুরু হয়।

এ সময় চেকপোস্ট এলাকায় পণ্যবাহী ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হয়। পরে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য খালাস করা হয়।

বিজ্ঞাপন

বেনাপোল কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হোসেন জানান, যে সমস্ত পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে তার কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছে কাস্টমস কর্তৃপক্ষ। পরে শুল্ক পরিশোধ করে পণ্য খালাস দেয়া হবে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারতে আটকে থাকা জরুরি শিল্পকারখানার কাঁচামাল, খাদ্যদ্রব্য ও কৃষি পণ্য খালাস শুরু হয়েছে। এতে আমদানিকারকদের মাঝে স্বস্তি ফিরেছে।