পণ্য সংকটে বন্ধ হচ্ছে চট্টগ্রামের পার্সেল ট্রেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পণ্য না পাওয়ায় চট্টগ্রাম রুটের স্পেশাল পার্সেল ট্রেন আগামী সোমবার (৪ মে) থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। রোববার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রতিরোধে গণপরিবহন বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে গত শুক্রবার (১ মে) থেকে তিন জোড়া পার্সেল ট্রেন চালু করে।

বিজ্ঞাপন

এছাড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচল করা পার্সেল স্পেশাল ট্রেনটির রুট পরিবর্তন করে সোমবার থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে চালানো হবে।

এদিকে, পার্সেল স্পেশাল ট্রেন চালুর প্রথম দিন থেকেই খুলনা থেকেও একটি পার্সেল ট্রেন চালুর কথা ছিল। কিন্তু কোন পণ্য না পাওয়ায় তা আজও চালানো সম্ভব হয়নি বলে জানা যায়।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিন ধরে পার্সলে স্পেশাল ট্রেন চালু হলেও এসব ট্রেনে পর্যাপ্ত পণ্য পরিবহনের খবর পাওয়া যায়নি। তাছাড়া কৃষকরা ট্রেনে পণ্য পরিবহনের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।