গোমস্তাপুরে নদীতে পড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মৃত কিশোরের মরদেহ

মৃত কিশোরের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে পড়ে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াদিয়ায়ী ঘাটে এ ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধী কিশোর ওই ইউনিয়নের রাজরামপুর গ্রামের আনোয়ার হোসেন ছেলে জীবন (১৪)।

বিজ্ঞাপন

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত ওসি জসিম উদ্দিন জানান, দুপুরে প্রতিবন্ধী কিশোর জীবন মহানন্দা নদীর নয়াদিয়ায়ী ঘাটে যায়। বাড়ি ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় মহানন্দা নদী থেকে নিহত জীবনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।