হারভেস্টার মেশিনে ধান কাটতে পেরে খুশি কৃষক

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন এক কৃষক, ছবি: সংগৃহীত

হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন এক কৃষক, ছবি: সংগৃহীত

শ্রমিক সংকটের এই সময়ে ভর্তুকি মূল্যে সরকার প্রদত্ত কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে স্বল্প সময়ে ধান কাটতে পেরে খুশি প্রান্তিক কৃষকরা।

সোমবার (৪ মে) দুপুরে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের কৃষক মোহাম্মদ ওয়ালী উল্লাহর সাথে কথা হলে তিনি বার্তা২৪.কমকে বলেন, এতদিন আমরা খুব কষ্ট করে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বোরো ধান কেটে ঘরে তুলেছি। অনেক জমিতেই নষ্ট হয়েছে পাকা ধান। কিন্তু এ বছর শ্রমিক সংকট থাকার পরও ফসল ঘরে তুলতে আমাদের তেমন কষ্ট হচ্ছে না। সরকারের দেওয়া ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিনের মাধ্যমে খুব কম খরচে ও অল্প সময়ে ধান ঘরে তুলতে পারছি। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এই কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৯টি হারভেস্টার মেশিন এবং ৮ হাজার ৫শ শ্রমিক কৃষকদের ধান কাটতে সহায়তা করেছে।

এদিকে, সোমবার দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের হাওরে হারভেস্টার মেশিনে ধান কাটা মনিটরিং করতে যান স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূইয়া ও সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়াসহ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, এ বছর উপজেলায় মোট ২০ হাজার ১শ ৪৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয় এবং ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেশি অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার পর্যন্ত ৩০ শতাংশ জমির ধান কাটা হয়েছে।