কর্মসৃজন প্রকল্পের শ্রমিক ছাঁটাই, তদন্তের নির্দেশ ইউএনও’র

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিককে টাকা না দেওয়ায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের ৫৭ জন শ্রমিককে ছাঁটাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এক লিখিত অভিযোগ করেন প্রকল্পটির ছাঁটাইকৃত শ্রমিক জানু মিয়া, জুলহাস মিয়া ও হেলাল মিয়া।

এর আগে গত সোমবার (৪ মে) ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক ছাঁটাইসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আরও একটি লিখিত অভিযোগ করেন দ্বীন ইসলাম ও ফরিদ মিয়াসহ ১১ জন শ্রমিক।

বিজ্ঞাপন

এসব অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দিলে পিআইও উপসহকারী প্রকৌশলী কাজী মাজহারুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদি হাসান মৃধার সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, ইউএনও স্যারের নির্দেশে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাটি তদন্ত করার জন্য উপসহকারী প্রকৌশলী কাজী মাজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী রোববার ঘটনাটির তদন্ত করা হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউএনও আল ইমরান রুহুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, কাজে অনুপস্থিত থাকলে কিংবা কোনো শ্রমিক মারা গেলে নাম কর্তন করা যায়। তবে নতুন করে শ্রমিক নেওয়া যায় না। তাই শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রেজুলেশন মোতাবেক শ্রমিক ছাঁটাই করে নতুন শ্রমিক নেওয়া হয়েছে এবং কোনো শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত সোমবার (৪ মে) বার্তা২৪.কম- এ ‘কর্মসৃজন প্রকল্পে অনিয়ম, ভাতার পরিবর্তে শ্রমিক ছাঁটাই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।