চাঁপাইনবাবগঞ্জে আরও একজনের করোনা শনাক্ত

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে সোমবার (১১ মে) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার একটু দেরিতে নমুনা পরীক্ষা শুরু হয়েছিল। তাই রিপোর্টও পাওয়া গেছে দেরিতে। রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষ হয়। দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হলেও রিপোর্ট পাওয়া গেছে ১৫০টির। বাকি ৩৮টি নমুনায় ত্রুটি থাকায় রিপোর্ট পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ দিন ১৪৯টি নমুনার রিপোর্টই এসেছে নেগেটিভ। শুধু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জনকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এ নিয়ে মোট ১৬ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন।

রাজশাহী জেলায় সংখ্যাটি ১৭ জন। এর মধ্যে একজন মারা গেছেন। গত ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে ৪ মে'র পর রাজশাহীতে নতুন কোনো আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। রাজশাহী মহানগরী এবং জেলার চারঘাট ও গোদাগাড়ী উপজেলা এখনও করোনামুক্ত রয়েছে।

বিজ্ঞাপন