শার্শায় কুল চাষির বসতবাড়ি পোড়াল দুর্বত্তরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

কুল চাষির পুড়িয়ে দেওয়া বসতবাড়ি

কুল চাষির পুড়িয়ে দেওয়া বসতবাড়ি

যশোরের শার্শায় মিজানুর রহমান নামে এক কুল চাষির বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে শার্শা উপজেলার ঊলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত চাষি মিজানুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। তিনি অন্যের জমি লিজ নিয়ে কুল চাষ করতে শার্শায় এসে বসবাস করেন।

কুলচাষি মিজান জানান, তিনি দীর্ঘ ৭/৮ বছর ধরে ঊলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে ১৮ বিঘা জমি লিজ নিয়ে কুল চাষ ও সেখানে বসবাস করছেন। গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমান, রব্বেল মিয়ার ছেলে মিলন, জাহাঙ্গীর হোসেনের ছেলে জব্বারুল ও জাহিদ তার কুলের জমিতে বেগুন চাষ করবে বলে তাকে উচ্ছেদ করতে চাইছিলেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে তারা জোর করে কুলের জমিতে বেগুন চাষ করেন এবং কুল গাছ ধ্বংস করেন। এ নিয়ে আপত্তি জানালে সোমবার সকালে মোবাইলে মিজানকে হুমকি দেনে তারা।

সকালে মিজান তার স্ত্রীকে নিয়ে ক্লিনিকে যায়। এই সুযোগে তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

অভিযুক্ত আমান ও জব্বারুল বলেন, তারা মিজানকে বলে তার বাগানে বেগুন লাগিয়েছিলেন। পরে তিনি আপত্তি জানালে তারা গাছ তুলে ফেলেন। কারা তার বাড়ি পুড়িয়েছে সেটা তারা জানেন না।

শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরিদ ভূঁইয়া বার্তা২৪.কমকে বলেন, অভিযোগ পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।