বেতনের দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

পাটকল শ্রমিকদের বিক্ষোভ

পাটকল শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় বিক্ষোভ করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে খুলনার শিল্পাঞ্চল খালিশপুরে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

এর আগে বকেয়া পাওনার দাবিতে রাত সাড়ে ৮টার দিকে শ্রমিকরা খুলনার খালিশপুর জুটমিলের উৎপাদন বন্ধ করে দেন।

শ্রমিক সূত্রে জানা যায়, খালিশপুরের পিপলস গোলচত্বরে টায়ার জ্বালিয়ে রাজপথে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিক নেতারা জরুরি বৈঠকে বসেছেন।

বিজ্ঞাপন

পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান বলেন, পাওয়া পরিশোধে প্রতিশ্রুত অর্থ না দেয়ায় শ্রমিক পরিবারে হাহাকার পড়ে গেছে। করোনা পরিস্থিতি ও রমজানে সীমাহীন কষ্টের পর আসছে ঈদ। তার আগে বকেয়া পেতে চায় শ্রমিকরা।