‘শেখ মুজিবুর রহমান শুধু কোন নাম নয়, সমগ্র বাংলাদেশ’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: শেখ মুজিবুর রহমান কোনো নাম নয়, তিনি সমগ্র বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আর বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান। একজন মানুষ ৫৫ বছর বেঁচে ছিলেন, তার মাঝে ১৩ বছর কাটিয়েছেন জেলে। জেলের প্রত্যেকটা দিন কেটেছে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য। তোমরা যার নাম শুনছো, তার নাম শুধু শেখ মুজিবুর রহমান নয়, তিনি বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ আগস্ট) তেজগাঁও সরকারি শিশু পরিবারে আয়োজিত শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অবহেলিত শিশুদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আনিসুল হক শিশুদের বঙ্গবন্ধুর গল্প শুনিয়ে বলেন, যেদিন থেকে বঙ্গবন্ধু বুঝতে শিখেছেন, সেই দিন থেকে মানুষের সাহায্যের জন্য ছুটে বেড়িয়েছেন। তোমরা নিজেদের মধ্যে বঙ্গবন্ধুকে ধারণ করো। তার আর্দশে নিজেদের গড়তে চেষ্টা করো।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর খুনিদের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, 'জিয়া ইচ্ছে করে খুনিদের বিদেশে পালিয়ে যেতে সাহায্যে করেছে। কয়েকজনের বিচার করতে পেরেছি আমরা, আর যারা এখনও পলাতক রয়েছে, তাদের দ্রুত ফিরিয়ে এনে বিচার করবো'।

এর আগে তেজগাঁও শিশু পরিবারে ১৭৫ জন অবহেলিত বাচ্চাদের মাঝে একটি করে বিছানার চাদর বিতরণ ও দুপুরের খাবাবের ব্যবস্থা করেন আনিসুল হক।