করোনা আক্রান্ত হয়ে রানা প্লাজার মালিকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

বিজ্ঞাপন

তিনি জানান, আব্দুল খালেকের করোনা উপসর্গ দেখা দিলে গত ১ জুন সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে। পরে ২ জুন করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আর ৪ জুন ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সাভারে এখন পর্যন্ত মোট ২২৯০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোট করোনায় আক্রান্ত ৫২৬ জন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ১১৫ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। তখন ১১২৯ জন মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। হতাহতের বেশির ভাগই ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে আজ সকালে মারা যান তিনি।