লালমনিরহাটে ভেজাল ধান বীজ বিক্রি, ২ ব্যবসায়ীর জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভেজাল ও নকল ধান বীজ বিক্রি করার অপরাধে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দুই ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ওই উপজেলার মেডিকেল মোড় রেল গেট ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন।

বিজ্ঞাপন

এ সময় মেডিকেল মোড় রেল গেট এলাকার বীজ ব্যবসায়ী জরিফ হোসেনের ১০ হাজার ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকার ঐশী সার ও বীজ ঘরের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘ওই দুই বীজ ব্যবসায়ী নকল ও ভেজাল ধান বীজ বিক্রি করছেন এমন একটি অভিযোগ করেন একজন কৃষক। পরে ওই বীজের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত বীজ ব্যবসায়ীও তাদের অভিযোগ স্বীকার করেন। পরে ওই দুই ব্যবসায়ীর কাছে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল আমিন।

বিজ্ঞাপন