ধামরাইয়ে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকার ধামরাইয়ে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে মো. জয়নাল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ৪টার দিকে ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের খোলা মাঠে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতের শিকার হন তিনি। এসময় জসিম নামে একজন আহত হোন। নিহত জয়নাল ওই এলাকার মো. আজিমের ছেলে।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে ঘুড়ি উড়ানোর জন্য বের হয় জয়নাল। বাড়ির পাশের একটি ধান কাটা ফাকা জমিতে ঘুড়ি ওড়াতে শুরু করলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শিকার হয়ে জয়নাল ঘটনাস্থলেই মারা যান। পরে পাশেই কর্মরত কিছু শ্রমিক তাকে মাটিতে পড়ে থাকতে দেখে জয়নালের বাড়িতে খবর দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা জানান, বজ্রপাতের ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন