প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে লংকা বাংলার অনুদান

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লংকা বাংলা ফাইন্যান্স করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও সমাজসেবা তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট খুরশেদ আলম এবং সিএফও শামীম আল মামুন অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস চেকটি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ ও জাতির এই কঠিন পরিস্থিতিতে শুরু থেকেই লংকা বাংলা তাদের ফাউন্ডেশনের মাধ্যমে এ ধরনের অবদান রেখে আসছে। করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর তহবিলে এই অনুদান দেয়া।