করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা সংকটজনক
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর তার শরীরে করোনা পজিটিভ আসে। এরপর গতকাল শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৫ টায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা সম্পর্কে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তাকে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে দেখা যাবে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরবেন।
গত ১ জুন অসুস্থ অবস্থায় নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে জানা যায় যে, তিনি করোনায় আক্রান্ত।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা নাসিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল গত বৃহস্পতিবার। সেদিন তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার কথা ছিল। কিন্তু স্ট্রোকের পর তার অবস্থার অবনতি হয়।