যশোর জেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

যশোরের অভয়নগরে করোনায় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার (৮০) মৃত্যু হয়েছে। যশোর জেলায় করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

শনিবার (৬ জুন) রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে পরিবারের সদস্য, করোনা দাফন কমিটি, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

মৃত ওই মুক্তিযোদ্ধা অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন গুয়াখোলা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার রাতে তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া যায়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগেও ভুগছিলেন তিনি।

বিজ্ঞাপন

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জেলায় মোট করোনা আক্রান্ত রোগী ১২৭ জন। সুস্থ হয়েছেন ৯৪ জন। মারা গেছেন ১ জন।