সিংড়ায় মাইক্রোবাসের ধাক্কায় মুদি দোকানি নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের স্থাপনদীঘি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে জালাল মণ্ডল (৩২) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন।

তিনি নাটোর শহরের বেলঘড়িয়া এলাকার আব্দুল জলিলের ছেলে। রোববার (৭ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, জালাল স্থাপনদীঘি এলাকায় শ্বশুরবাড়ির কাছে একটি মুদি দোকান চালাতেন। রোববার দুপুরে তিনি স্থাপনদীঘি থেকে সিংড়া যাচ্ছিলেন। এ সময় ছাতারদীঘিগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা জালালকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।