ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিসিবি'র দোকান ভাঙচুর ও লুটপাটে অভিযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

টিসিবি'র দোকান ভাঙচুর ও লুটপাটের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ব্যবসায়ী নুরবক্ত মিয়া।

মঙ্গলবার(০৯ জুন) দুপুরে ইউপি চেয়ারম্যানকে প্রধান বিবাদী করে আদিতমারী থানায় লিখিত এজাহার দায়ের করেন টিসিবি ডিলার নুরবক্ত মিয়া।

বিজ্ঞাপন

টিসিবি ডিলার নুরবক্ত মিয়া পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় নামুড়ি বাজারে ওষুধ বিক্রেতা ও টিসিবি পণ্যের ডিলার।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদিতে কাজে যান পলাশী ইউনিয়নের নামুড়ি বাজারের টিসিবি ডিলার নুরবক্তের ভাই নুরে আলম। পরবর্তিতে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর নাতি সৌদিতে যান। নুরবক্তের ভাইয়ের কাগজ সঠিক থাকলেও চেয়ারম্যানের নাতির বৈধতা না থাকায় অবরুদ্ধ রয়েছেন। তার নাতিকে সৌদিতে বিক্রি করেছে মর্মে অভিযোগ তুলে সোমবার(০৮ জুন) সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্তের টিসিবি'র দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাঁধা দিলে ডিলার নুরবক্তকে এলোপাতাড়ি মারপিট করেন। তাকে বাঁচাতে এসে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুল গুরুতর আহত হন। এ সময় দোকানে থাকা টিসিবি'র পণ্য বিক্রির ২ লাখ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান শওকত আলী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিজ্ঞাপন
আদিতমারী থানায় লিখিত এজাহার দায়ের

এ ঘটনায় বিচার চেয়ে টিসিবি ডিলার নুরবক্ত বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শওকত আলীকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেন।

টিসিবি ডিলার নুরবক্ত বলেন, চেয়ারম্যানের নাতি সৌদিতে কেমন আছে তা এজেন্সি জানবেন। আমি তো তাকে পাঠাইনি। আমার ভাই সৌদিতে থাকেন বলে আমার কাছে তার জবাব চান চেয়ারম্যান। জবাব না দেয়ায়  দলবল নিয়ে হঠাৎ হামলা করে ভাঙচুর ও দুই লাখ টাকা লুটপাট করেন চেয়ারম্যান। এ ঘটনায় বিচার দাবি করেন তিনি।

পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী বলেন, সৌদি প্রবাসী পরিবারের সাথে নুরবক্তের বিবাদ চলছিল। সেখানে গিয়ে তাদের বিবাদের মধ্যস্থতা করেছি, হামলা বা ছিনতাই করিনি। নুরবক্ত এজাহারে আমার নাম দিয়েছে। প্রবাসীর পরিবারও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।