উত্তরবঙ্গগামী বাসের সূচি ২৪ ঘণ্টা উল্টোপাল্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে ঈদুল আজহা যাত্রার শেষ দিনে উত্তরবঙ্গগামী বাসের সময়সূচি ২৪ ঘণ্টা উল্টোপাল্টা হয়েছে। এই তীব্র যানজটে গাবতলী টার্মিনাল থেকে মঙ্গলবার (২১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি।

এর ফলে একদিকে মহাসড়কে তীব্র যানজটে নাকাল ঘরমুখো যাত্রীরা। অপরদিকে ২৪ ঘণ্টা বাসের সূচির অলিখিত পরিবর্তনে গাবতলী টার্মিনালে ভোগান্তিতে পড়েছে ঈদ যাত্রীরা।

বিজ্ঞাপন

গাবতলীস্থ কয়েকটি বাস কাউন্টারের কর্মকর্তারা বলছে, দীর্ঘ যানজটে বাসের সময়সূচি ঠিক নাই। মঙ্গলবার সকালে গাবতলী টার্মিনাল থেকে তারা কোনো গাড়ি ছাড়তে পারেনি। আর ঈদে ঘরমুখো যাত্রীরা বাসের প্রতীক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছে টার্মিনালে। সাময়িক বিরক্তি লাগলেও বাড়িতে যেতে হবে, সেজন্য অপেক্ষা করছে বলেও জানান তারা।

প্রিয়জনের সঙ্গে বাড়ি গিয়ে ঈদ করার আশায় শ্যামলী পরিবহন কাউন্টারে সকাল থেকে বসে আছেন লালমনিরহাটের মো. আল আমিন শেখ। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে কাউন্টারে বসে আছি। কাউন্টার থেকে বলা হচ্ছে গতকালের গাড়ি নাকি এখনো পৌঁছাতে পারেনি। হাইওয়েতে প্রচুর জ্যাম পড়েছে। অপেক্ষা করছি, আসলেই যেতে পারব।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/21/1534842972066.jpg

আল আমিন শেখের মতো গাবতলীর বাস টার্মিনালে অনেক যাত্রীই বাসের অপেক্ষায় রয়েছে।

এছাড়াও সোমবার বিকেলের পরে গাবতলী থেকে উত্তরবঙ্গগামীর উদ্দেশে যেসব বাস ছেড়ে গেছে সেগুলো এখন পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।

শ্যামলী পরিবহনের গাবতলী কাউন্টারের কর্মকর্তা আলাউদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ‘রাস্তায় দীর্ঘ যানজট। গাড়ি থেমে থেমে চলছে। সে কারণেই আমরা সময় মতো যাত্রীদের বাসে তুলে দিতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সবার ঈদ যাত্রা ভালো হোক। কিন্তু বাস্তবতাও তো মেনে নিতে হবে। দীর্ঘ যানজট। যাত্রীরা অনেক সময় আমাদের ওপর রাগ করছে। গাড়ি কখন আসবে তা জানতে চায়। কিন্তু আমাদেরতো কিছুই করার নেই।’

এসআর পরিবহনের কাউন্টার ম্যান সমীর রায় বার্তা২৪.কমকে বলেন, ‘গাবতলী থেকে চান্দুরা পর্যন্ত গাড়ি নড়ছে না। গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। এর ফলে বাসের সময়সূচি উল্টেপাল্টে যাচ্ছে।’