চলে গেলেন অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মোয়াজ্জেম হোসেন নান্নু

মোয়াজ্জেম হোসেন নান্নু

দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন।

শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে নিজ বাসায় অগ্নিদগ্ধ হন নান্নু। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, নান্নুর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি একই বাসায় অগ্নিদগ্ধ হয়ে নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মারা যায়।

বিজ্ঞাপন