আড়াই মাস পর সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সোনাহাট স্থলবন্দর এলাকা।

সোনাহাট স্থলবন্দর এলাকা।

করোনারোধে আড়াই মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে এ আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

বিজ্ঞাপন

মূলত করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ ভারতের ধুবরী জেলা লকডাউন করা হয়। এরপর এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরাও ওই দিন থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে দুই দেশের ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার থেকে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজ শুরু হয়।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফের সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল জানান, সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষা মেনে আমরা পণ্য আনা-নেয়ার কাজ চালু রাখব। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হবে। সেই সঙ্গে ভারতীয় গাড়ি চালকসহ সংশ্লিষ্ট সবাই যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলে সেদিকে নজর রাখা হবে।

বিজ্ঞাপন