ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রশান্ত দাস (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ১ জন।

শনিবার (১৩ জুন) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত প্রশান্ত দাস সোনারগাঁয়ের মরিচারটেক গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, চালক দ্রুতগতিতে একটি ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি রাস্তায় উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার উপ পরিদর্শক আসাদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতের মরদেহ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।