হবিগঞ্জে ৫৪০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

জব্দকৃত চা পাতা

জব্দকৃত চা পাতা

হবিগঞ্জের চুনারুঘাটে ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাল্লা সীমান্তের বসন্তীপুর কলাবাগানের পূর্বদিকে সুনাচং এলাকা থেকে চা পাতাগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বাল্লা সীমান্তরক্ষী বাহিনী। এ সময় অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩৫ বস্তা চা উদ্ধার করা হয়। যেখানে প্রায় ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা ছিল। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা।

তিনি জানান, ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার হতে চোরাকারবারিরা চা পাতাগুলো নিয়ে এসেছে। চোরাকারবারিদের ধরতে ও এবং সীমান্ত অপতৎপরতা বন্ধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন