গাইবান্ধায় নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস, ৬ ব্যবসায়ীর জরিমানা
গাইবান্ধা সদর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে চার ব্যবসায়ীসহ ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়ে ফেলা হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে লক্ষ্মীপুরহাটে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।
অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন ভুট্টু মিয়া (৩০), তুহিন মিয়া (৩৫), সাজু মিয়া (৩০) ও বাদশা মিয়া (৪০)। তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স ব্যতীত মৎস্য খাদ্য বিক্রি করায় গাইবান্ধা শহরের মেসার্স তুহিন দেওয়ান ট্রেডার্সকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক ওষুধ বিক্রি ও প্যাকেটের গায়ের মূল্য ঘষামাজা করায় মেসার্স পামেল ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মজিবর রহমান প্রমুখ।