নেত্রকোনায় আরও ১৯ জনের করোনা শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

নেত্রকোনায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। তবে শনাক্তদের মধ্যে ২০০ জন সুস্থ হয়েছেন এবং ৩ জন মারা গেছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৭ জুন) সকালে নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ১৬ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার জমাকৃত ১০৪টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে জেলার সদর উপজেলার ৪ জন, মোহনগঞ্জ উপজেলার ৬ জন, দুর্গাপুর উপজেলার ৩ জন, বারহাট্টা উপজেলার ২ জন, কেন্দুয়া উপজেলার ১ জন ও আটপাড়া উপজেলার ৩ জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো নমুনার সংখ্যা ৫৪৬৮টি। এর মধ্যে ৫২৭৯টির রিপোর্ট পাওয়া গেছে।

বিজ্ঞাপন