ট্রাভেলটকে আজ ‘দেশে বেড়াও, দেশেই বেড়াই’-আলোচনা-শুদ্ধ লালনসঙ্গীত
আজ জনপ্রিয় নিউজ পোর্টাল বার্তা২৪.কম ও ভ্রমণসাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্যে’র নিয়মিত আয়োজন ‘ট্রাভেলটক’ ফেসবুক লাইভে দেশেরর প্রান্তিক পর্যটনের বিকাশ নিয়ে আলোচনা- ‘দেশে বেড়াও, দেশেই বেড়াই’।
বুধবার (১৭ জুন) রাত নয়টায় বার্তা২৪.কম ও ভ্রমণগদ্যের ফেসবুক পেজে এ অনুষ্ঠান লাইভ সম্প্রচারিত হবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লোকগবেষক ড. সাইমন জাকারিয়া ও তাঁর স্ত্রী সাধিকা সৃজনী তানিয়ার শুদ্ধ লালনসঙ্গীত সংবলিত বিশেষ গীতিনকশা।
ভ্রমণলেখক-সাংবাদিক মাহমুদ হাফিজ এর উপস্থাপনা-পরিচালনায় ট্রাভেলটকে আজ বুধবারের অতিথি হিসেবে যুক্ত হবেন সাতক্ষীরা থেক চারণ ভ্রামণিক কাজী সোহেল, ভ্রামণিক ও মুক্তিযুদ্ধ গবেষক ‘দেশে বেড়াই’ গ্রন্থের রচয়িতা সালেক খোকন, বাংলাদেশ ট্রাভেল এক্সপানশন ফোরাম-বিটিইএফ এর ‘দেশে বেড়াও দেশের মানুষ’ প্রকাশনা প্রকল্পের সক্রিয় লেখক ও ভ্রামণিক হোমায়েদ ইসহাক মুন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহত্তম ভ্রমণ গ্রুপ ‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’-টিওবি’র প্রকাশনা প্রকল্পের অন্যতম সম্পাদক সাইক্লিস্ট মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ।
ভ্রমণ বলতে বহু মানুষ উড়োজাহাজের উড়ালে বিদেশের পর্যটনকেন্দ্র পর্যটন বোঝে। কিন্তু দেশের মধ্য রয়েছে পরিচিত ও অনাবিস্কৃত অজস্র পর্যটনস্থান। এমন বহু মানুষ আছেন, যারা নিয়তই দেশের মধ্যে ঘুরে ঘুরে পর্যটনস্থানগুলোকে চিহ্নিত করেন, এ নিয়ে লেখেন। প্রচারের অন্তরালে দেশের ভ্রমণকের এঁরা করেছেন জীবনের আরাধ্য। তাদের কয়েকজনকে নিয়েই আজকের আয়োজন।
চোখ রাখুন বার্তা২৪.কম ও ভ্রমণগদ্য এর ফেসবুক পেজে। প্রশ্ন ও মন্তব্য করে জেনে নিন দেশের ভেতরে বেড়ানোর আদ্যপান্ত।