নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় নিজেদের মাছের খামারে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) ভোরে পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন জালশুকা গ্রামের সমর আলী (৬০) ও তার ছেলে পাপ্পু (২৫)। পাপ্পু ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সমর আলী বাড়ির পেছনে নিজেদের পুকুরে মাছ চাষ করেন। বুধবার ভোরে তিনি ও তার ছেলে পাপ্পু পুকুরে কাজ করতে যান। এরপর দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় সমর আলীর স্ত্রী ফিরোজা বেগম পুকুর পাড়ে গেলে দেখেন যে তার স্বামী ও ছেলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে আছেন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে তারা আগেই মারা গেছেন।
পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।